ইন্দোনেশিয়ার পৃথিবীর সবচেয়ে প্রাচীন পশু চিত্র আবিষ্কার

ইন্দোনেশিয়ার পৃথিবীর সবচেয়ে প্রাচীন পশু চিত্র আবিষ্কার

অনলাইন ডেস্ক

প্রত্নতাত্ত্বিকরা ইন্দোনেশিয়ার এক গুহায় সবচেয়ে প্রাচীন পশু চিত্র আবিস্কার করেছেন। ধারণা করা হচ্ছে এই চিত্রটি প্রায় সাড়ে ৪৫ হাজার বছরের পুরনো।

সুলাওসি দ্বীপের প্রত্যন্ত উপত্যকায় লিয়াং টেডংঞ্জ গুহায় ছবিটি পাওয়া গেছে। চিত্রটি একটি সুলাওসি ওয়ার্টি শুকরের।

এটি এই অঞ্চলে মানুষের বসতি স্থাপনের প্রাথমিক প্রমাণ বলে মনে করা হচ্ছে।

সায়েন্স অ্যাডভান্সস জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের সহ-লেখক ম্যাক্সিম আবার্ট বলেছেন, "যারা এটি তৈরি করেছিল তারা পুরোপুরি আমাদের মতোই আধুনিক ছিল। যে কোন চিত্রকর্ম পছন্দ করার মতো দক্ষতা এবং সরঞ্জামাদি তাদের ছিল। "


দায়িত্ব গ্রহনের আগেই ট্রিলিয়ন ডলার প্রণোদনার ঘোষণা বাইডেনের

কোয়ারেন্টাইনে গলফ খেলার সুযোগ


প্রত্নতাত্ত্বিক ও বিশেষজ্ঞ, মিঃ আবার্ট চিত্রকর্মটির বয়স নির্ধারণ করার জন্য ইউরেনিয়াম-সিরিজ আইসোটোপ ডেটিং ব্যবহার করেন।

তিনি বলেন, "চিত্রকর্মটি অন্ততপক্ষে সাড়ে ৪৫ হাজার পুরনো। তবে এটি আরও আগের হতে পারে কারণ আমরা যে পদ্ধতি ব্যবহার করেছি তা কেবলমাত্র ক্যালসাইটের উপর নির্ভর করে। "

news24bd.tv / nakib