বিআইপি (BiP) অ্যাপে যেসব সুবিধা পাবেন

বিআইপি (BiP) অ্যাপে যেসব সুবিধা পাবেন

অনলাইন ডেস্ক

নিরাপদভাবে বার্তা আদান-প্রদানকারী অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান তুরস্কের বৃহত্তম রাষ্ট্রীয় টেলিকম সংস্থা ‘তুর্কসেল’।

বিআইপি ২০১৩ সালে চালু হয়ে কয়েক বছরের ব্যবধানে ১৯২টি দেশে বিস্ময়কর জনপ্রিয়তা লাভ করেছে।

মার্কিন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ ছেড়ে তুর্কি বার্তা আদান প্রদানের অ্যাপ বিআইপি (BiP) তে যোগদানের হিড়িক চলছে।

হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর থেকেই তুরস্কের পাশাপাশি বিশ্বব্যাপীই নতুন নতুন ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে তুর্কি বার্তা আদান প্রদানের অ্যাপ বিআইপি (BiP) অ্যাপটির।

দেখে নিন বিআইপি( BiP) অ্যাপসে যে সমস্ত বাড়তি সুবিধা রয়েছে -

★ ওয়াটসপের সব সুবিধার পাশাপাশি বড় বড় ফাইল অনায়েসে পাঠানো যায়।

★ বড় কোনো অডিও মাঝখান থেকেও শোনা যায়। টানা যায়৷ এই সুবিধা ইমো বা হোয়াটস অ্যাপে নেই।


নানা রংয়ের কয়েক হাজার অন্তর্বাস ঝুলছে এই তারকাটায়

‘পুরুষরা বুকের দিকে না তাকালে মেয়েদের অন্তর্বাস পরতে হবে না’


★ কীবোর্ড থিম এর সুবিধা আছে।

★ পার্সোনাল লক সিস্টেম রয়েছে।

★ ১০৬ টি ভাষার অটো ট্রান্সলেট সুবিধা। অর্থাৎ আপনি আরবীতে লিখলেও অন্যজনের কাছে তা বাংলা হয়ে পৌঁছাবে।

★ এক সাথে হাই-ডেফিনিশন কোয়ালিটিতে ১০ জনের সাথে ভিডিও কলের সুবিধা।

 

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ নিজেদের প্রাইভেসি পলিসিতে বিতর্কিত পরিবর্তন আনার পর বিশ্বের অন্যান্য প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলোর ব্যবহারকারীর সংখ্যাও ব্যাপক হারে বেড়েছে।

news24bd.tv / nakib