চট্টগ্রাম সিটি নির্বাচনে অভিযোগ-পাল্টা অভিযোগ

চট্টগ্রাম সিটি নির্বাচনে অভিযোগ-পাল্টা অভিযোগ

Other

অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে জমে উঠেছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা । বিএনপি মেয়র প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগের মেয়র প্রার্থী গাড়ি বহরে গণসংযোগ করে নির্বাচনী আচরণবিধি লঙ্গন করছে। এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলছেন বিএনপি প্রার্থী মিথ্যাচার করছে।   যে দলেরই প্রার্থী হোক না কেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে  কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানালেন সংশ্লিস্টরা ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন ঘনিয়ে আসায়   রাতদিন প্রার্থীরা  ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। দিচ্ছেন উন্নয়নের  নানা প্রতিশ্রুতি।

প্রধান দুই রাজনৈতিক দলের  মেয়র প্রার্থীর গণসংযোগে জনসমাগম সৃষ্টি হচ্ছে। এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ-পাল্টা অভিযোগ করছেন।

বিএনপি মেয়র  প্রার্থী ডা. শাহাদাত হোসেনের অভিযোগ, করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলে নির্বাচনী প্রচারণা চালাতে নির্বাচন কমিশন থেকে  বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী গাড়ি বহরে গণসংযোগ করে নির্বাচনী আচরণবিধি লঙ্গন করছেন বলেও মনে করেন তিনি।

কাজের মেয়েকে ‘ধর্ষণ’: ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে

কাজের মেয়েকে ধর্ষণ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা রিমান্ডে

কাজের মেয়েকে বিয়ে, স্ত্রীর বিষপানে আত্মহত্যা!

আওয়ামী লীগের মেয়র প্রার্থী  রেজাউল করিম চৌধুরী বলছেন,  বিএনপির মেয়র  প্রার্থী মিথ্যাচার করছেন।

সহকারী রির্টানিং কর্মকর্তা আতাউর রহমান বলেছেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কোনো প্রার্থীকেই ছাড় দেওয়া হবে না।

ইভিএমে চট্টগ্রাম সিটির ভোট হবে আগামী ২৭ জানুয়ারি। ভোটার সংখ্যা ১৯ লাখের বেশি।

news24bd.tv তৌহিদ