নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনের সরঞ্জাম বিতরণ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনের সরঞ্জাম বিতরণ

Other

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন কেন্দ্রে ইভিএম ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম শুক্রবার সকাল থেকে বিতরণ করা হয়।  

এদিকে ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবে পুলিশ, বিজিবি ও আনসার ৪০০ সদস্য। বিজিবি ৪ প্লাটুন, পুলিশের মোবাইল টিম ৯টি, স্ট্রাইকিং টিম ২টি, নির্বাহী ম্যাজিস্ট্যাট ৯ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট ১ জন। ১৬ ই জানুয়ারি নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই দলের প্রার্থীসহ ৩ মেয়র প্রার্থী, ২৫ কাউন্সিলর ও সংরক্ষিত নারী প্রার্থী ৭ জন।


‘অর্থ-দামি গাড়ি-উপহারসামগ্রী দিয়ে’ মেয়েদের প্রভাবিত করত দিহান

‘ধর্ষণের’ দৃশ্য দারোয়ান দেখে ফেলায় ‘আত্মহত্যা করে’ কলাবাগানের কিশোরী


১৯৯০ সালে প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভা নির্বাচনের মোট ভোটার-২১১১৫ জন, মেয়র প্রার্থী ৩ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৫, সংরক্ষিত প্রার্থী ৭ জন। নারী ভোটার- ১০৪৯৪, পুরুষ -১০৬২১ জন। ১ম শ্রেণী উর্ত্তীন বসুরহাট পৌরসভা মোট জনসংখা প্রায় ৪০ হাজার।

উল্লেখ্য, বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদ সহ ৯াট ওয়ার্ডে ও ৩াট সংরক্ষিত আসনে সব কেন্দ্রে  ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

 

news24bd.tv / কামরুল