শৈলকুপা পৌর নির্বাচন নিয়ে হত্যার ঘটনায় মামলা

শৈলকুপা পৌর নির্বাচন নিয়ে হত্যার ঘটনায় মামলা

Other

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী বল্টুর হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বাপ্পী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল রাতে নিহতের ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করে।

পুলিশ জানায়, গেল রাতে শওকত আলী থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার মূল আসামি বাপ্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘অর্থ-দামি গাড়ি-উপহারসামগ্রী দিয়ে’ মেয়েদের প্রভাবিত করত দিহান

‘ধর্ষণের’ দৃশ্য দারোয়ান দেখে ফেলায় ‘আত্মহত্যা করে’ কলাবাগানের কিশোরী

নানা রংয়ের কয়েক হাজার অন্তর্বাস ঝুলছে এই তারকাটায়

সুন্দরী মামিকে নিয়ে ভাগ্নে উধাও

এদিকে ঘটনার কয়েক ঘণ্টায় পর পার্শ্ববর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।

গত বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় নির্বাচনী সহিংতায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু। এ ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করে পুলিশ।

news24bd.tv তৌহিদ