দেশতো এভাবে চলতে পারে না: কাদের মির্জা

দেশতো এভাবে চলতে পারে না: কাদের মির্জা

অনলাইন ডেস্ক

বসুরহাট পৌরসভার নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি খোদাকে হাজির-নাজির রেখে বলছি, আমি যা যা বলেছি, একটি পরিবর্তন আনার জন্য বলেছি। কারণ দেশতো এভাবে চলতে পারে না। কিছু কিছু নেতা আছে তারা মনে করেন, এ দেশ তাদের, এ দল (আওয়ামী লীগ) তাদের। তারা যা ইচ্ছা করবেন, সেভাবে দল চলবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় নোয়াখালীর বসুরহাট পৌরভবনে এক সাক্ষাৎকারে এসব বথা বলেন।

কাজের মেয়েকে ‘ধর্ষণ’: ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে

কাজের মেয়েকে ধর্ষণ, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা রিমান্ডে

কাজের মেয়েকে বিয়ে, স্ত্রীর বিষপানে আত্মহত্যা!

নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা শেষে এক সভায় বিএনপি থেকে ধানের শীষে মেয়র পদে প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী তার বিরুদ্ধে আনা মির্জা কাদেরের বক্তব্যের সমালেচনা করেন।

তিনি বলেছেন, ‘তিনি সত্য বচন করেন কিন্তু তিনি কীভাবে বললেন, বিএনপির নেতার মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী তাকে এক কোটি টাকা দিয়েছেন ভোট করার জন্য এবং অস্ত্র দিয়েছেন? কী প্রমাণ আছে কাদের মির্জার কাছে?’

news24bd.tv তৌহিদ