আফ্রিকায় ৪ বাংলাদেশির মৃত্যু

আফ্রিকায় ৪ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আফ্রিকায় মহামারী করোনা ভাইরাসে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। মোজাম্বিক ছাড়াও দক্ষিণ আফ্রিকার কেপটাউন, ডারবান, ফ্রি স্টেইট প্রদেশে করোনাভাইরাসে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গতকাল স্থানীয় সময় রাত ৮টার দিকে মোজাম্বিকের মানিকা প্রভেন্সিয়ার বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আব্দুল্লাহ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা মরহুম হাজী শফিকুর রহমানের পুত্র।

মোজাম্বিকে করোনা আক্রান্ত হয়ে এই প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু হলো।

দক্ষিণ আফ্রিকার ডারবানে করোনা আক্রান্ত হয়ে কামাল হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। দেশটির কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবানে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত কামালের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়।

দেশে দেড় কোটি মানুষ ভাতা পাচ্ছে যা ইউরোপেও নেই: তথ্যমন্ত্রী

কওমি ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল

ওই মেয়েকে ধস্তাধস্তি করে সিসিটিভি ক্যামেরার আড়ালে নেন মুহিব

এছাড়া দেশটির কেপটাউনে মঙ্গলবার (১৩ জানুয়ারি) আব্দুল বাতেন নামে আরও এক বাংলাদেশি প্রবাসী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আবদুল বাতেনের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনে হাবিবুর রহমান নামে একজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১০ জানুয়ারি দুপুর ১২টায় তিনি মারা যান। হাবিব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের বাসিন্দা।

news24bd.tv নাজিম