অধ্যাপক কলিমউল্লাহ যা করছেন, তার সবই তো দৃশ্যমান

গোলাম মোর্তোজা

অধ্যাপক কলিমউল্লাহ যা করছেন, তার সবই তো দৃশ্যমান

Other

একজন মানুষ বছরে ২/৪ দিন বিশ্ববিদ্যালয়ে গিয়ে, দায়িত্ব পালন না করে ভিসি হিসেবে সকল রকম বেতন-ভাতা,আর্থিক সুযোগ-সুবিধা গ্রহণ করেছে, করছে।

বিশ্ববিদ্যালয় প্রায় অচল হয়ে পড়েছে। হঠাৎ একদিন ক্যাম্পাসে গেল। শিক্ষকদের প্রতিবাদের মুখে পেছন দরজা দিয়ে ক্যাম্পাস ছাড়ল।

এটাই ছিলো টিকা উৎপাদক কোম্পানির সুপারিশ

রাত পোহালে নির্বাচন, কে বেশি শক্তি দেখাচ্ছে?

অথচ স্থায়ীভাবে ক্যাম্পাসে থাকবে, এই শর্তেই চাকরি। তাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হয় না। যখন তার ক্যাম্পাসে থাকার কথা,তখন টেলিভিশনে গিয়ে নীতি কথা বলতে শোনা যায়।

শাহেদের অপকর্ম দৃশ্যমান হওয়ার পর পাল্লা দিয়ে বলা শুরু হয়েছিল ‘আমি জানতাম না’।

অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ যা করছেন, তার সবই তো দৃশ্যমান। ’আমি জানতাম না’ ওয়ালারা এক্ষেত্রে কি বলবেন?

লেখক-গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক (ফেসবুক থেকে নেয়া)

news24bd.tv নাজিম