ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে রাজশাহীতে মামলা
বসনিয়ার জঙ্গলে তীব্র ঠান্ডায় মানবেতর জীবনযাপন অভিবাসীদের
অনলাইন ডেস্ক
যতদূর দখা যায় শুধু সাদা আর সাদা। বরফে ঢাকা এক বিস্তৃর্ণ জনপদ ভেলুকা ক্লাদুসা। ক্রোয়েশিয়ার সীমান্তব র্তী অঞ্চলটি দিয়েই ইউরোপে ঢুকতে হয়। আর এই ভেলুকা ক্লাদুসাতেই একটি জঙ্গলে আশ্রয় নিয়েছে কয়েকশো অভিবাসন প্রত্যাশীরা।
এসব মানুষ ক্রোয়েশিয়া ঢুকতে পারেননি। এমনকি তারা কোন ক্যাম্পেও জায়গা করে নিতে পারেননি। অসহনীয় ঠান্ডার মধ্যে তারা প্লাস্টিকের তৈরি তাবুতে দিন যাপন করছেন।
বোংলাদেশী শহিদ নামে একজন বলছিলেন, ”এখানে অনেক ঠান্ডা। আমাদের খাবার পাণীয় নেই। তাই খালের পানি খেয়ে বেচেঁ আছি। নেই কোন টয়লেটও। তাই সবাই খোলা জায়গায় টয়লেট করছে। আমাদের স্বাস্থ্যের কোন নিরাপত্তা নেই এখানে। আমাদের জীবন খুবই সঙ্কটের মধ্যে আছে”।
তিনি আরো বলেন, গতরাতে একটুও ঘুমাতে পারিনি। কারণ, রাতে বৃষ্টি আর বরফ পড়েছে। অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরেকটি দল পাশের একটি পরিত্যক্ত কারখানাতে আশ্রয় নিয়েছেন। ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
অনেকে আবার উত্তর পশ্চিম বসনিয়ার লিপায় অস্থায়ী তাবুঁতে আশ্রয় নিয়েছেন। তারাও নেই ভালো। গরম কাপড় নেই অনেকের । আবার কারো কারো নেই বরফে পড়ার উপযোগী জুতাও।
কিছু কিছু সংগঠন এবং সংস্থা এসব অভিবাসীদের সহায়তা করছে।
বসনিয়ায় এখন প্রায় আট হাজার অভিবাসী রয়েছে। তাদের মধ্যে সাড়ে ছয় হাজার রয়েছেন সারায়েভো এবং উত্তর পশ্চিম সীমান্তের ক্যাম্পগুলোতে।
সূত্র: ডয়েচে ভেলে
পরবর্তী খবর
মন্তব্য