নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

নরসিংদীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু

Other

নরসিংদীর মনোহরদী পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম এ ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

৯টি কেন্দ্রে ৯টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স, দুটি গোয়েন্দা শাখা (ডিবি) টিম, ৭টি পুলিশ চেকপোস্ট, প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

 

মোট ৯টি ভোট কেন্দ্রের ৪০টি ভোট কক্ষে এবারই প্রথম ইভিএম এ ভোট দিচ্ছেন এই পৌরসভার ভোটাররা। এখানে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭ শত ৯৮। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫ শত ৮০, নারী ৭ হাজার ২ শত ১৮।

দিহানের মেয়ে পটানোর প্রধান হাতিয়ার গাড়ি

আনুশকার মা কে দিহান : আন্টি আমাকে বাঁচান

সিমান্তে উত্তেজনা : জরুরি ভিত্তিতে অস্ত্র কিনছে ভারত

দুশ্চিন্তা মুক্তির আমল

দ্বিতীয় শ্রেণির মনোহরদী পৌরসভায় এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন।

তারা হলেন- বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিনুর রশিদ সুজন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ (মোবাইল ফোন) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা) আবদুল মান্নান।  

এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

news24bd.tv / আলী