ভোট ডাকাতি চলছে : খন্দকার মোশাররফ

ভোট ডাকাতি চলছে : খন্দকার মোশাররফ

অনলাইন ডেস্ক

পৌর নিবাচনগুলোতেও ভোট ডাকাতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য. ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, এই নির্বাচনে কোনও কেন্দ্রে আমাদের এজেন্ট দিতে দেয়নি। আগের রাতেই  আমাদের নেতা কর্মীদের বাড়ি ছাড়া করেছে প্রশাসনের সহযোগিতায় সরকারের ক্যাডার বাহিনী।

তিনি আরও বলেন, ইভিএমে যেখানেই ভোট দিক, পড়ে একটি প্রতিকে।

নির্বাচনী প্রক্রিয়াকে সর্ম্পূণ ধ্বংস করেছে  বর্তমান সরকার।

দিহানের মেয়ে পটানোর প্রধান হাতিয়ার গাড়ি

আনুশকার মা কে দিহান : আন্টি আমাকে বাঁচান

সিমান্তে উত্তেজনা : জরুরি ভিত্তিতে অস্ত্র কিনছে ভারত

দুশ্চিন্তা মুক্তির আমল

দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৬০ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট নেওয়া হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩১টিতে ব্যালটের মাধ্যমে।

দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয় ২৪টি পৌরসভায়। দ্বিতীয় ধাপে আজ ভোট হচ্ছে ৬০ উপজেলায়। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে।

news24bd.tv / আলী