চ্যাম্পিয়ন্স লিগ: বুরুশিয়া ডর্টমুন্ড ১-২ ম্যানসিটি, গোল শূন্য ড্র করেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ
শিশু পর্নোগ্রাফি : গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিবেদক
শিশু পর্নোগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে সামিউল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শুক্রবার রাতে রাজধানীর আইডিএইচ স্টাফ কোয়ার্টার সংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিহানের মেয়ে পটানোর প্রধান হাতিয়ার গাড়ি
আনুশকার মা কে দিহান : আন্টি আমাকে বাঁচান
সিমান্তে উত্তেজনা : জরুরি ভিত্তিতে অস্ত্র কিনছে ভারত
সামিউল দীর্ঘদিন ধরে শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাকে সিআইডির সাইবার টিম গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানায় সামিউলের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়। ওই মামলায় সামিউল শেখকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শিশু পর্নোগ্রাফির আরেক ঘটনায় সাভার থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করে সিআইডি সাইবার টিম। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিআইডি সাইবার মনিটরিংয়ের বিশেষ একটি টিম বেশ কয়েকদিন ধরে শিশু পর্নোগ্রাফির ওপর নজর রাখছিল। দেশি বিদেশি গোয়েন্দা তথ্যের মাধ্যমে উপর্যুক্ত অপরাধীদের সন্ধান পায় ও তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় সিআইডি।
news24bd.tv / আলী
পরবর্তী খবর
মন্তব্য