প্রেসিডেন্ট পদের জন্য মেয়েরা অনপুযুক্ত, রদ্রিগো দুতার্তে

প্রেসিডেন্ট পদের জন্য মেয়েরা অনপুযুক্ত, রদ্রিগো দুতার্তে

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট পদের জন্য মেয়েরা উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। গত বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।  

তার মতে, নারীদের আবেগীয় ব্যাপারগুলো পুরুষদের থেকে আলাদা। তারা এ ধরনের পদের জন্য উপযুক্ত নয়।

 

ফিলিপাইনের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দুতার্তের মেয়ে সারা দুতার্তে কারপিও-র নাম শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এর সূত্র ধরেই তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট দুতার্তে বলেন, আমার মেয়ে এই পদে প্রার্থী হওয়ার দৌড়ে নেই।   আমি ইন্দেকে বলেছি সে যেন এদিকে না আসে।

কারণ আমি দেখতে পাচ্ছি, আমি যেসবের ভেতর দিয়ে যাচ্ছি তাকেও সেই (কঠিন) পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।  

ফিলিপাইন এরই মধ্যে দুই জন নারী প্রেসিডেন্ট পেয়েছে। একজন গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়ো, অন্যজন কোরাজন অ্যাকুইনো।


নিজের মেয়ের নগ্ন ছবি দেখিয়ে প্রলোভন, ৩৫ বছরের জেল

চিরযৌবনা হতে কুকুরের মুত্রপান তরুণীর!


আপাতদৃষ্টিতে মেয়ের প্রতি অপত্য স্নেহ থেকে দুতার্তে এমন কথা বললেও ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রায়ই আপত্তি উঠেছে।

তিনি প্রায়শই আপত্তিকর, যৌনতা বিষয়ক এবং নারীবিদ্বেষী মন্তব্য করে থাকেন।  তার কার্যালয় থেকে অবশ্য সেগুলোকে নিরীহ রসিকতা বলে উল্লেখ করা হয়ে থাকে।  

সবচেয়ে বড় কথা, দুতার্তে ফিলিপাইনে নারী ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়!

news24bd.tv / nakib