করোনায় মারা গেলেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু এবং বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি
কোনাবাড়ীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ট্রাক থেকে ৪৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে উত্তরা র্যাব-১। গতকাল কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি ফ্লাইওভার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী জেলার চারঘাট থানার মুক্তারপুর গ্রামের খান জামালের ছেলে ট্রাক ড্রাইভার শাহিন ওরফে লাড্ডু (২৮) ও দিনাজপুর জেলার বিরামপুর থানা শিবপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত্যু লাল মোহাম্মদ মিয়ার ছেলে লুৎফুর রহমান দুলাল (৩৮)।
পিতৃহারা হলেন পান্ডিয়া ভাতৃদ্বয়
নিজের মেয়ের নগ্ন ছবি দেখিয়ে প্রলোভন, ৩৫ বছরের জেল
চিরযৌবনা হতে কুকুরের মুত্রপান তরুণীর!
এজাহার সূত্রে জানা যায়, উত্তরা র্যাব-১ গোপন সূত্রে জানতে পারে রাজশাহী থেকে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে মাদক বহন করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৮৮ বোতল ফেনসিডিল, ট্রাকসহ তাদেরকে গ্রেপ্তার করে কোনাবাড়ী থানায় সোপর্দ করা হয়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণের পরে কারাগারে পাঠানো হয়েছে।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য