এবার শাওমিসহ আরো নয়টি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এবার শাওমিসহ আরো নয়টি প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

আরো নয়টি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাওমি, কোম্যাকের মতো ব্র্যান্ডগুলোও।  

সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার নতুন করে নয়টি চীনা প্রতিষ্ঠানের নাম নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব প্রতিষ্ঠান চীনা সেনাবাহিনীর মালিকানায় অথবা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

নতুন নিষেধাজ্ঞার ফলে চীনা প্রতিষ্ঠানগুলোতে যুক্তরাষ্ট্র থেকে যেকোনো ধরনের বিনিয়োগের পথ বন্ধ হয়ে গেছে।

মার্কিন নিষেধাজ্ঞা শাওমির জন্য বেশ মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। কিছুদিন আগেই প্রতিষ্ঠানটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছে। কিন্তু নিষেধাজ্ঞার খবর ছড়াতেই শুক্রবার হংকংয়ে তাদের শেয়ারের দর কমে গেছে অন্তত ১০ শতাংশ।


প্রেসিডেন্ট পদের জন্য মেয়েরা অনপুযুক্ত, রদ্রিগো দুতার্তে

নিজের মেয়ের নগ্ন ছবি দেখিয়ে প্রলোভন, ৩৫ বছরের জেল


মার্কিন প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে বলেছে, চীনের যে সব বেসরকারি প্রতিষ্ঠান তাদের প্রযুক্তি ও দক্ষতা দিয়ে তাদের সামরিক বাহিনীকে সাহায্য করছে তাদের প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। তবে এর আগের নিষেধাজ্ঞাগুলোতে তীব্র প্রতিক্রিয়া, এমনকি পাল্টা নিষেধাজ্ঞাও দিয়েছিল তারা।

news24bd.tv / nakib