রাঙামাটির সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, আহত ৮

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, আহত ৮

Other

রাঙামাটির সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস পাহাড়ি খাদে পড়ে ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা মেট্টো চ-১৫-৭০০২ নামে একটি মাইক্রোবাস ৮ জন পর্যটক নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে প্রায় ৭০০ ফিট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়।

 


পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াবে রোবট

ছুটিতে শিক্ষকদের করণীয় নিয়ে জরুরি নির্দেশনা


এ সময় গাড়িতে থাকা পর্যটকরা গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

রাঙামাটির সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইসরাফিল মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তবে এখনো আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে সবাই সাজেক বেড়াতে এসেছে বলে জানা গেছে।

news24bd.tv / কামরুল