ধাক্কা খেয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ

ধাক্কা খেয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ

Other

২০১৩ সাল থেকেই চীন তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্প নিয়ে এগোতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে ভৌত অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে নীতিগত সংযোগের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬০টি দেশকে যুক্ত করা দীর্ঘ এই সড়কের মাধ্যমে প্রাচীন সিল্ক রোড পুনরায় সচল করার লক্ষ্য নিয়েছে বেইজিং।  

এই উদ্যোগ বাস্তবায়নে চীনের অন্যতম সহযোগী পাকিস্তান। এর অধীনে বাস্তবায়িত হচ্ছে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর। এই করিডোরের মাধ্যমে ইতোমধ্যেই পাকিস্তানে বিপুল বিনিয়োগ করেছে চীন।

চীনের ইকোনমিক করিডোরের প্রকল্প বাস্তবায়নে বেইজিং এবং পাকিস্তানের এক চুক্তি সই হয়। তবে এখন পর্যন্ত এই প্রকল্পের মাত্র এক তৃতীয় অংশ সম্পূর্ণ হয়েছে।  


ইরানের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষেপনাস্ত্র পরীক্ষা

নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহনের পরদিনই ট্রাম্পের বিচার শুরু

এরদোয়ান ও ম্যাখোঁর চিঠি আদান-প্রদান


বর্তমানে উদ্যোগটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে করোনা ভাইরাস। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিজস্ব উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশে বড় ধাক্কা দিয়েছে।

নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশী প্রকল্পগুলোয় যোগ দিতে পারছেন না চীনা কর্মীরা। আর্থিক সঙ্কটে চীন তাদের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পেও টাকা ঢালার বিষয়ে বেশ সতর্ক দেশটি।

news24bd.tv / কামরুল