স্বাগতিকদের থেকে ৩০৭ রানে পিছিয়ে ভারত

অনলাইন ডেস্ক

ব্রিজবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৭ রানে পিছিয়ে থেকে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। দিন শেষে পুজারা ৮ ও ২ রানে অপরাজিত রয়েছেন রাহানে।

এরআগে, প্রথম দিনের করা ৫ উইকেটে ২৭৫ রান নিয়ে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৯৪ রান যোগ করেই অলআউট হয় অজিরা। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে কামিন্সের শিকারে পরিনত হন শুভমান গিল।

 

পছন্দ করেও সাহসের অভাবে কারো সঙ্গে প্রেম করতে পারেননি সালমান খান!

সিঙ্গেল থেকেও সিঙ্গেল না : অভিনেতা যশ

মিটিং করে কী বললেন সাবেক সেনা অফিসার ও রাজনীতিবিদরা

১৮ সদস্যের বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড ঘোষণা

দারুন ছন্দে ব্যাট করতে থাকা রহিত শার্মাও লম্বা করতে পারেননি ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪৪ রান। ইনিংসের ২৬ ওভারে ২ উইকেটে ৬২ রান নিয়ে চা-পানের বিরতিতে পায় ভারত। এরপরই শুরু হয়  বৃষ্টি।

দিনের শেষ ভাগে বৃষ্টি থামলেও, ভেজা মাঠের কারণে আর গড়ায়নি খেলা। ফলে, ২ উইকেটে ৬২ রান নিয়েই দ্বিতীয় দিন শেষ করে ভারত।

news24bd.tv নাজিম