নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
কেন্দ্রের ব্যালট-মালামাল নিয়ে আসার পথে পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধায় পৌরসভা নির্বাচন শেষে একটি কেন্দ্রের ব্যালট ও মালামাল নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া ছাড়াও ম্যাজিস্ট্রেট ও র্যাবের দুটি গাড়িতে ভাঙচুর করে।
আজ সন্ধ্যায় পূর্ব কোমরনই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বলেন, ওই কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার প্রস্তুতির সময় স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মী সমর্থকরা নির্বাচনী কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়। তবে ব্যালট বা কোন সরঞ্জাম এতে ক্ষতিগ্রস্ত হয়নি।
১৮ সদস্যের বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াড ঘোষণা
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে
বাইডেনের জন্য ট্রাম্প কি কোন চিঠি রেখে যাবেন?
গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, পুলিশের রিকুইজেশন করা গাড়িতে আগুন দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
news24bd.tv নাজিম
পরবর্তী খবর
মন্তব্য