বিএনপি থেকে বহিষ্কৃত আক্তার জগন্নাথপুরের মেয়র নির্বাচিত

বিএনপি থেকে বহিষ্কৃত আক্তার জগন্নাথপুরের মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা আক্তারুজ্জামান আক্তার হোসেন। তিনি  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

তিনি চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) প্রতীকে ৮ হাজার  ১৮ ভোট ও বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনুজ্জামান (ধানের শীষ) প্রতীকে ৮১৭ ভোট পেয়েছেন।

দিনাজপুর পৌরসভায় বিএনপির জাহাঙ্গীর আলমের হ্যাটট্রিক বিজয়

৬০ পৌরসভায় ‘সুষ্ঠু ও সুন্দর’ ভোট হয়েছে: ইসি সচিব

বলতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে কতজন ভারতীয় বসবাস করেন?

শনিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে জগন্নাথপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখানে মোট ভোটার ২৮ হাজার ৬৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৯২ এবং নারী ভোটার ১৪ হাজার ২৫০ জন।

news24bd.tv নাজিম