ভাগ্য বলে জগতে কিছু নেই

আমিনুল ইসলাম

ভাগ্য বলে জগতে কিছু নেই

Other

আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি- কারণ আমি একজন অতৃপ্ত মানুষ। আমার অপ্রাপ্তি গুলোই আমাকে সামনে চলার পথ দেখায়।  আমার পক্ষে কখনোই সব কিছু ঠিক রেখে চলা সম্ভব নয়। আমি কখনোই চাই'নি সব কিছু ঠিক রেখে, সবার কাছে ভালো হয়ে সামনে এগুতে।

 

আমি কখনো কোন কিছুতে মাঝারি মানের হতে চাইনি। কখনোই না।  

সব কিছু ঠিক রেখে সবার কাছে ভালো হয়ে চললে হয়ত মাঝারি মানের মানুষে পরিণত হওয়া সম্ভব কিন্তু সেরা হওয়া কখনোই সম্ভব নয়।  

তাই আমি চাই না সবাই আমাকে ভালো বলুক।

 

ভাগ্য বলে জগতে কিছু নেই। নিজের কাজ টুকু নিজেকেই করতে হবে। এরপর ভাগ্য এসে ধরা দিতে পারে।  

যারা ভাগ্যের উপর সব কিছু ছেড়ে দেয়, তারা আসলে দুর্ভাগা। এই জন্য আমি অতৃপ্ত। আমার মাঝে হাজারটা অপ্রাপ্তি আছে।  

এই অপ্রাপ্তি গুলোই আমাকে জাগিয়ে রাখে। যারা সব কিছুতেই তৃপ্ত, সুখি তারা আসলে স্থবির মানুষ। এরা খুব একটা বেশি সামনে এগুতে পারে না।    

সাংবাদিকদের ব্যক্তিগত আচরণ ও নৈতিকতার প্রশ্ন

দিনাজপুর পৌরসভায় বিএনপির জাহাঙ্গীর আলমের হ্যাটট্রিক বিজয়

৬০ পৌরসভায় ‘সুষ্ঠু ও সুন্দর’ ভোট হয়েছে: ইসি সচিব

সৃজনশীল মানুষ কখনো তৃপ্ত হতে পারে না। কখনো'ই না।  আমি সৌভাগ্যবান- কারণ আমি অতৃপ্ত। আমার মাঝে হাজারটা অপ্রাপ্তি আছে।

news24bd.tv নাজিম