সিরিয়ায় ইসরাইলি হামলা, ক্ষেপণাস্ত্র বাড়ালো হিজবুল্লাহ

সিরিয়ায় ইসরাইলি হামলা, ক্ষেপণাস্ত্র বাড়ালো হিজবুল্লাহ

অনলাইন ডেস্ক

সিরিয়ার বিরুদ্ধে ইসরাইল আগ্রাসন জোরদার করার পেক্ষাপটে ক্ষেপণাস্ত্র শক্তি বাড়িয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরাইলের চ্যানেল১৩ টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক মন্তব্য কলামে এ কথা বলেছেন অ্যালোন বেন ডেভিড নামে একজন সামরিক বিশ্লেষক।

এ নিবন্ধে বলা হয়েছে, ইসরাইল সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসন বাড়িয়েছে কিন্তু তারা হিজবুল্লাহর স্বাধীনভাবে নিখুঁত ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রচেষ্টা থামাতে পারেনি। বেন ডেভিড বলেন, ইসরাইল যে প্রধান কৌশলগত হুমকি মোকাবেলা করছে তার অবস্থান সিরিয়ায় নয় বরং তার অবস্থান লেবাননে, কিন্তু ইসরাইল তা এড়িয়ে চলছে।


আরও পড়ুন: উগান্ডায় আবারও প্রেসিডেন্ট হলেন সেই স্বৈরশাসক


নানা ঘটনা থেকে আভাস পাওয়া যাচ্ছে যে, হিজবুল্লাহ মধ্যম থেকে দীর্ঘ পাল্লার কয়েকশ ক্ষেপণাস্ত্র হস্তগত করেছে তবে সম্ভব্ত সংগঠনটি এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরীর ক্ষেত্রে এখনো পরিপূর্ণ সক্ষমতা অর্জন করতে পারে নি। তবে তারা অন্য ক্ষেপণাস্ত্র নিয়ে নিজেদের মতো করে নিখুঁত ক্ষেপণাস্ত্র তৈরি প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ”

বেন ডেভিড বলেন, হিজবুল্লাহ এই সক্ষমতা অর্জন করলে ইসরাইলের সুবিন্যাস্ত সেনাবাহিনীর সদরদপ্তর বন্ধ করে দিতে পারে।

news24bd.tv আহমেদ