শেরপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত, বাবা আহত

Other

শেরপুরের নকলায় ভ্যানগাড়ি ও ট্রলির সংঘর্ষে ছেলে তানভীর (৯) নিহত ও বাবা আব্দুল হালিম গুরুতর আহত হয়েছেন। আজ (১৭ জানুয়ারি) রোববার সকালে উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

হতাহতরা শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া এলাকার বাসিন্দা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল হালিম তার ছেলে তানভীরকে ঢাকায় একটি মাদরাসায় ভর্তি করাতে ভ্যানগাড়ি যোগে বাসে তুলে দেয়ার জন্য নকলায় যাচ্ছিলেন।  


ইরানের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষেপনাস্ত্র পরীক্ষা

নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহনের পরদিনই ট্রাম্পের বিচার শুরু


পথিমধ্যে শেরপুর-নকলা মহাসড়কের জালালপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রলি ভ্যানগাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় তানভীর।  

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আব্দুল হালিমকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

news24bd.tv / কামরুল