১০ টাকা ভাড়া নিয়ে তুলকালাম, পুলিশসহ আহত ৩০

১০ টাকা ভাড়া নিয়ে তুলকালাম, পুলিশসহ আহত ৩০

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের ১০ টাকা ভাড়া নিয়ে তুলকালাম ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।  

আজ সকালে এ ঘটনা ঘটে।

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার আয়নারটুক থেকে শিবপুর রাস্তার ইজিবাইক চালক অলি আহমেদ ও যাত্রী ইসরাফিল মিয়ার মধ্যে প্রথমে ১০ টাকার ভাড়া দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এ ঘটনার খবর পেয়ে তাদের উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেষ জঙ্গিও নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে: আইজিপি

নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণে ব্যর্থ হয়ে বিবস্ত্র করে নির্যাতন

১৩ বছরের কিশোরীকে তিনদফা দলবেঁধে ধর্ষণ

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

news24bd.tv নাজিম