শেরপুরে মেয়র পদে ৮ ও কাউন্সিলর পদে ৭৬ জনের মনোনয়নপত্র দাখিল

শেরপুরে মেয়র পদে ৮ ও কাউন্সিলর পদে ৭৬ জনের মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক

ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৭৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৫৭ জন ও সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১৯ জন মনোনয়ন দাখিল করেছেন।

১৭ জানুয়ারি রোববার মনোনয়ন দাখিলের শেষ দিন সন্ধ্যায় ওইসব তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

‘উইল ইউ ম্যারি মি?’ ইউটিউবে শ্রীলেখার ভিডিও

নানা রংয়ের কয়েক হাজার অন্তর্বাস ঝুলছে এই তারকাটায়

মেয়র পদে পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন- আওয়ামী লীগের দলীয় প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএনপির দলীয় প্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, শহর বিএনপির আহবায়ক অ্যঅডভোকেট আব্দুল মান্নান, প্রকৌশলী আতাউর রহমান, আনোয়ার সাদাত সুইট ও আল আমিন।

উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট নেওয়া হবে।  

news24bd.tv তৌহিদ