ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র পড়ল রণতরী ইউএসএস নিমিৎজে

ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র পড়ল রণতরী ইউএসএস নিমিৎজে

অনলাইন ডেস্ক

ইরানের ছোঁড়া দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজের অবস্থানের ১০০ মাইলের মধ্যে পড়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের খবরে বলা হয়েছে এ কথা বলা হয়েছে।

গত শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে দুইদিনব্যাপী কাভিরে মারকাজি মরুভূমিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মহড়া চালায় ইরান। মহড়ার শেষ দিনে শনিবার  ইরান দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে ১,৮০০ কিলোমিটার দূরে শত্রুর ডামি যুদ্ধজাহাজে হামলা চালায় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে করতে সক্ষম হয়।


ইরানের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষেপনাস্ত্র পরীক্ষা

নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহনের পরদিনই ট্রাম্পের বিচার শুরু

পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াবে রোবট

ছুটিতে শিক্ষকদের করণীয় নিয়ে জরুরি নির্দেশনা


ফক্স নিউজের খবরে আরও বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের যেখানে পড়েছে তার ২০ মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল। ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে।

news24bd.tv / কামরুল