পৌর কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ হলে পরিষদ বাতিল: এলজিআরডি মন্ত্রী

পৌর কর্মচারীদের বেতন দিতে ব্যর্থ হলে পরিষদ বাতিল: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পৌরসভাগুলো নিজেদের কর্মচারীদের ১২ মাসের বেতন দিতে ব্যর্থ হলে পরিষদ বাতিল করার লক্ষে আইন সংশোধন করা হবে।

আজ রাজধানীর একটি হোটেলে ‘স্ট্রেংদেনিং দ্য আরবান লোকাল গভর্নমেন্টস ইন বাংলাদেশ’ শীর্ষক এক ন্যাশনাল পলিসি ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা তাদের নিজস্ব আইন অনুযায়ী চলে এবং নিজেদের আয়ে পরিচালিত হবে এমনটাই আইনে বলা আছে।

সুতরাং যেসব পৌরসভা তাদের কর্মচারীদের ১২ মাস পর্যন্ত বেতন দিতে পারবে না তাদের পরিষদ ভেঙে দেওয়ার লক্ষে পৌরসভার আইনকে সংশোধন করার উদ্যোগ নেওয়া হবে।

জয়ী হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাসায় গেলেন কাদের মির্জা

বসুরহাট নির্বাচন থেকে শিক্ষা নিন: হানিফকে কাদের মির্জা

শেষ জঙ্গিও নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে: আইজিপি

তিনি বলেন, মানুষ পৌরসভায় ট্যাক্স দিতে পারেন না এমন কথা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।

পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বিশেষ অতিথির বক্তব্য দেন।

news24bd.tv নাজিম