নারায়ণগঞ্জে পিকে হালদারের গোপন গুদাম থেকে শত শত দলিল উদ্ধার, প্রাথমিকভাবে ৭ হাজার ৮০ শতাংশ জমি জব্দ করেছে দুদক, এসব জমির বাজার মূল্য প্রায় এক হাজার কোটি টাকা
ওজোপাডিকোতে নিয়োগপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের বিভিন্ন দপ্তরে পদায়ন
নিজস্ব প্রতিবেদক, খুলনা
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডে (ওজোপাডিকো) নতুন নিয়োগপ্রাপ্ত ৩০ জন উপ-সহকারী প্রকৌশলীকে বুনিয়াদি প্রশিক্ষণ শেষে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে। আজ (রোববার) তারা স্ব স্ব কর্মস্থলে যোগদান করেন।
এর আগে ওজোপাডিকো ট্রেনিং ইনস্টিটিউট এর কনফারেন্স রুমে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের দপ্তর প্রধান ও নির্বাহী প্রকৌশলী মোছা. শাহীন আখতার পারভীন।
‘উইল ইউ ম্যারি মি?’ ইউটিউবে শ্রীলেখার ভিডিও
নানা রংয়ের কয়েক হাজার অন্তর্বাস ঝুলছে এই তারকাটায়
প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন।
তিনি বলেন, কোম্পানিকে নিজের মনে করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গ্রাহক সেবার সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করে ওজোপাডিকোকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) আবু হাসান এবং ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা।
বুনিয়াদি প্রশিক্ষণে শারীরিক চর্চা, এক্সটেনশন লেকচার, গ্রুপ উপস্থপনা ও গ্রন্থাগারের কাজ দেওয়া হয়। শারীরিক চর্চায় বাংলাদেশ সেনাবাহিনী হতে একজন দক্ষ প্রশিক্ষক প্রশিক্ষণ দেন।
খেলাধুলার প্রশিক্ষক ছিলেন ওজোপাডিকো ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুদ হুদা।
খেলাধুলা পরিচালনায় ছিলেন নির্বাহী প্রকৌশলী মোছা. শাহীন আখতার পারভীন। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থীদের নির্ধারিত পোশাক প্রদান করা হয়।
news24bd.tv তৌহিদ
পরবর্তী খবর
মন্তব্য