কালকিনিতে মেয়র পদে ৬জনের মনোনয়নপত্র জমা

কালকিনিতে মেয়র পদে ৬জনের মনোনয়নপত্র জমা

Other

চতুর্থ ধাপে আসন্ন মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন। রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট পুরুষ কাউন্সিলর প্রার্থী ৩১ ও মহিলা ১২জন তাদের মনোনয়নপত্র জমা দেন।

রোববার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ বদরুদ্দিন।

যে সকল মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ, বিএনপির মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন, ইসলামী আন্দোলনের লুৎফার রহমান, স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সবুজ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, ও স্বতন্ত্র প্রার্থী রুবেল রানা।

এছাড়া যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি ও ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি।

কালকিনি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ৪শ’। নারী ভোটার সংখ্যা ১৬,৭০০জন ও পুরুষ ভোটার ১৭,৩০০ জন।

চতুর্থ ধাপে কালকিনি পৌরসভার নির্বাচন হবে ইভিএম এর মাধ্যমে।

news24bd.tv তৌহিদ