ভার্চুয়ালি নয়, মাঠেই হবে বইমেলা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ভার্চুয়ালি নয়, মাঠেই হবে বইমেলা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান পিছিয়ে গেছে। করোনা উত্তর পরিস্থিতিতে আমরা ভাবছিলাম কীভাবে বইমেলা করা যায়। সে ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল বইমেলা শুরু করার। কিন্তু কভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার কারণে আমরা তা করতে পারিনি।

 

তিনি বলেন, কভিড নিয়ন্ত্রণে আসলে বা ভ্যাকসিন দেয়া শুরু হলে আমরা কীভাবে দ্রুততম সময়ে বইমেলা শুরু করতে পারি, সে ব্যাপারে প্রকাশকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বইমেলাটি সরাসরি হবে, ভার্চুয়াল নয়।  

আজ সকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে প্রকাশকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকটি দুপুর ১টা পর্যন্ত স্থায়ী হয়।

বৈঠক শেষে দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

করোনামুক্ত হলেও লাভ হলো না মঈন আলীর

কাতারে ফের দূতাবাস খুলছে সৌদি আরব

জয়ী হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাসায় গেলেন কাদের মির্জা

সংবাদ সম্মেলনে বইমেলা আয়োজনের তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়ে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বইমেলার জন্য আগামী ২০ ফেব্রুয়ারি, ৭ মার্চ এবং ১৭ মার্চ- এই তিনটি সম্ভাব্য তারিখ একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা আকারে পাঠানো হবে। কভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এবং প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তারিখে বইমেলা শুরু হবে।

news24bd.tv নাজিম