সিরাজুল আলম খানের অবস্থা উন্নতির দিকে

সিরাজুল আলম খানের অবস্থা উন্নতির দিকে

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুল আলম খানের (দাদা) অবস্থা উন্নতির দিকে। আজ রোববার চিকিৎসকরা তার খোঁজখবর নিয়েছেন।

সূত্র জানায়, আজ দাদা’র মুখে খাবার দেওয়া হয়েছে। এ কারণে তিনি আজ স্বস্তি বোধ করছেন।

তবে তাঁর কাশি অব্যাহত আছে। এ অবস্থা থাকলে ২/১ দিনের মধ্যে দাদাকে রিলিস দেওয়া হতে পারে বলে জানা গেছে।

চিকিৎসকরা দাদাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন এবং যে কোনো দর্শনার্থী না আসতে অনুরোধ করেছেন।

এর আগে গত বুধবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে প্রথমে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়।

পরে রাতে সেখান তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের পুরাতন ভবনের চার তলায় এইচডিইউতে ভর্তি করা হয়।

গত শতকের ষাটের দশকে স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রলীগের যে ‘নিউক্লিয়াস’ আলোচিত ছিল, তার উদ্যোক্তা ছিলেন সিরাজুল আলম খান। তাকে অনেকে ‘দাদাভাই’ নামে ডাকেন।

স্বাধীনতার পর আওয়ামী লীগ ভেঙে জাসদ গঠনের উদ্যোক্তাও ছিলেন তিনি। সচরাচর তিনি জনসম্মুখে আসেন না ও কোনো বক্তৃতা-বিবৃতিও দেন না।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থেকে সম্প্রতি দেশে ফিরে তিনি রাজধানীর কলাবাগানে ভাইদের বাসায় ওঠেন।

news24bd.tv তৌহিদ