কাবুলে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

কাবুলে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সুপ্রিম কোর্টের দুই নারী বিচারপতিকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৭ জানুয়ারি) গাড়িতে করে কর্মস্থলে যাওয়ার সময় ওই দুই বিচারপতির ওপর হামলা চলায় অজ্ঞাত বন্দুকধারীরা সময় ওই বিচারপতিদের ওপর এ হামলা চালানো হয়। হামলায় আরও দুজন আহত হয়েছেন। হামলার পর মোটরসাইকেলে করে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

সিরাজুল আলম খানের অবস্থা উন্নতির দিকে

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া সেই ‌‘শ্রমিক লীগ নেতার’ জামিন

নিহত বিচারপতিদের পরিচয় এখনো জানা যায়নি।

আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশিদ রাসুলি বলেন, নিহত দুই বিচারপতি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করতেন।

তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনার মধ্যেই সম্প্রতি দেশটিতে সহিংসতা বেড়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের এক হামলায় কমপক্ষে ৯ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

পুলিশের দুটি তল্লাশি ফাঁড়িতে এই হামলা হয়।

news24bd.tv তৌহিদ