নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২ জন
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধর্ষণ
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী (২৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইমরান হোসেন রনি (২১) নামে এক তরুণের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রোববার (১৭ জানুয়ারি) মামলা দায়ের করেছেন ওই তরুণী।
স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত
মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রারী খাল এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি পেশায় একজন অটোচালক।
মামলার এজাহারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্ত রনির অটোতে বিভিন্ন সময় যাতায়াত করার সুবাদে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। গত দুই মাস যাবত অভিযুক্ত রনি ভুক্তভোগী তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তবে তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ওই তরুণীকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে রনি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদ বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী তরুণীকে সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়ে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।
news24bd.tv / কামরুল
পরবর্তী খবর
মন্তব্য