নির্বাচন ‍ঘিরে চট্টগ্রামে সহিংসতা বাড়ছে

নির্বাচন ‍ঘিরে চট্টগ্রামে সহিংসতা বাড়ছে

Other

চট্টগ্রাম সিটি নির্বাচন ঘিরে সংঘর্ষ-সহিংসতা বাড়ছে। বিশেষ করে সংঘাতে জড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা। এ অবস্থায় ৭৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচনী কর্মকর্তারা। আর সহিংসতা রোধে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভির আওতায় আনছে সিএমপি।

অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে নগর জুড়ে রাতভর চলছে পুলিশের তল্লাশীও।  

চট্টগ্রাম সিটি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়িয়ে পড়ছে। নির্বাচনী প্রচারণার সময় প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়ছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।  

তবে সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন।

অপরাধীদের ধরতে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হচ্ছে  সিসিটিভি। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ মহসীন বলেছেন, নগর জুড়ে রাতভর চলছে পুলিশের অভিযান। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন পুলিশ তৎপর আছে।  

এ অবস্থায় ৭৩৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রগুলোয় নিরাপত্তা না বাড়ালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।  

চট্টগ্রাম সিটি নির্বাচনে মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৪ জন। এ নির্বাচনে আওয়ামীলীগ- বিএনপিসহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭ প্রার্থী।

news24bd.tv / আয়শা