সাহারায় তুষারপাত!

সাহারায় তুষারপাত!

অনলাইন ডেস্ক

মরুভূমিতে তুষারপাতের মত বিরল ঘটনার সাক্ষী হল সাহারা মরুভূমি।

এ বছর আফ্রিকার সাহারা মরুভূমিতে ভারী তুষারপাত হয়েছে। সৌদি আরবের তাপমাত্রা গিয়ে নেমেছে ২ ডিগ্রী সেলসিয়াসে।

আর এই বিরল দৃশ্য দেখতে এসব স্থানে ভীড় জমাচ্ছেন পর্যটকেরা।

অনেকেই এসব ছবি তুলে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাহারা মরুভূমি উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। আটলাস পর্বত দ্বারা বেষ্টিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০০ মিটার উঁচুতে অবস্থিত এই এলাকা।


চেহারার ভাঁজ লুকানোর অভিযোগে যা বললেন জেনিফার লোপেজ

রিস্টব্যান্ড জানিয়ে দেবে আপনি অসুখী কিনা


উত্তর আলজেরিয়ার শহর ‘আইন সেফ্রা’ সাহারা মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত।

গত হাজার হাজার বছর ধরে এখানে তাপমাত্রা এবং আর্দ্রতায় বড় পরিবর্তন হয়েছে। এখানে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং শীতকালে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসেরও কম হয়।

তবে অনেক ঠান্ডা পড়লেও তুষারপাতের মত ঘটনা এখানে বিরল।

news24bd.tv / নকিব