স্বাধীনতা পুরস্কার-২০২১ পেলেন ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধে একেএম বজলুর রহমান (মরণোত্তর) আখতারুজ্জামান চৌধুরী (মরণোত্তর) শহীদ আহসান উল্লাহ মাস্টার (মরণোত্তর) খুরশিদ উদ্দিন আহমেদ (মরণোত্তর) ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি) মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি) গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (গবেষণা ও প্রশিক্ষণ)
সুদানে আবারো জাতিগত সহিংসতা
আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের শান্তিরক্ষীরা দায়িত্ব ছাড়ার দুই সপ্তাহ হতে না হতেই সুদানে আবারও শুরু হয়েছে জাতিগত সহিংসতা।
দেশটির পশ্চিম দারফুরের রাজধানী আল জেনেইনায় শুরু হওয়া সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জন। এতে আরও ৯৭ জন আহত হয়েছেন।
সহিংসতা এখনও অব্যাহত রয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে মাসালিত এবং আরব্য যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
হোয়াইট হাউজে পা রেখেই ট্রাম্পের নীতি বদলাবেন বাইডেন
এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার জের ধরে শুরু হওয়া সেই সহিংসতা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করে। এতে যোগ দেয় সশস্ত্র মিলিশিয়ারাও। সহিংসতার মধ্যে বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয়।
সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক জানিয়েছেন, ঘটনা তদন্তে প্রতিনিধি দল পাঠিয়েছেন।
news24bd.tv / নকিব
পরবর্তী খবর
মন্তব্য