নাটোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

নাটোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

Other

নাটোরের বড়াইগ্রামে খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। শনিবার বিকেল ৪টায় উপজেলার ভবানীপুর খ্রিষ্টান পাড়ার মৃত রেজিন রোজারিও’র ছেলে রঞ্জিত রোজারিওকে (৫৫) নপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার আগ্রাণ এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং রবিবার বিকাল পর্যন্ত তার জ্ঞান স্বাভাবিক হয়নি।

সিরাজুল আলম খানের অবস্থা উন্নতির দিকে

ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দেওয়া সেই ‌‘শ্রমিক লীগ নেতার’ জামিন

রঞ্জিত রোজারিও’র পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো রঞ্জিত।

প্রতিদিনের মতো শনিবার সকালে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর বিকেলে জানা যায় তাকে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে খাবারের সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক নিয়ে গেছে দুর্র্বৃত্তরা। পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করতে জোর পুলিশি তৎপরতা শুরু করেছে।

news24bd.tv তৌহিদ