পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটি পুরস্কার

পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচটি পুরস্কার

অনলাইন ডেস্ক

ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন।  

কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন। তাই প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন।

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘নামাজ’। (বুখারি ও মুসলিম)

নামাজ হচ্ছে ইসলামের পঞ্চম  স্তম্ভের একটি এবং দ্বিতীয়।   রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মত আদায় করবে, আল্লাহ তাকে পাঁচটি পুরস্কাররে সম্মানিত করবেন।  

দেশে ফিরেই পুতিনের সমালোচক গ্রেপ্তার

করোনার মাঝেই বিভিন্ন দেশে বিক্ষোভ সহিংসতা

রাবি উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম ছাত্রজোটের

(১) তার অভাব দূরকরবেন

(২) কবরের আযাব থেকে মুক্তি দেবেন

(৩) ডান হাতে আমল নামা দেবেন

(৪) বিজলীর ন্যায় পুলসিরাত পার করাবেন ও

(৫) বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন।

news24bd.tv নাজিম