ট্রাম্পের উপরেই ক্ষুব্ধ তার সমর্থকেরা

ট্রাম্পের উপরেই ক্ষুব্ধ তার সমর্থকেরা

অনলাইন ডেস্ক

অবশেষে তার সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর তাতে তার উপরেই ক্ষুব্ধ তার সমর্থকেরা।

ট্রাম্পের ওই আহ্বানের পর তাকে তার সমর্থকরা বিশ্বাসঘাতক ও কাপুরুষ বলে অভিহিত করেছেন।

পার্লামেন্ট ভবনে ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলায় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

আর সেই হামলায় উস্কানির অভিযোগে সম্প্রতি অভিশংসিত হতে হয় ট্রাম্পকে। প্রেসিডেন্টের দ্বায়িত্ব ছাড়ার পরপরই বিচারের মুখোমুখিও হতে হবে তাকে।

তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি বাইডেনের ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা চালানো যাবে না। এতে ক্ষুব্ধ হয়েছেন তার সমর্থকরা।


মোবাইল আসক্তি থেকে বাচ্চাকে দূরে রাখার উপায়

সাহারায় তুষারপাত!


ট্রাম্পের সমর্থকদের ১৫ হাজার সদস্যের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে। ওই গ্রুপে দেওয়া এক বার্তায় একজন সমর্থক বলেছেন, ট্রাম্পের জন্য যারা লড়াই করেছেন, সেইসব দেশপ্রেমিককে তিনি বিক্রি করে দিয়েছেন। তার এ বক্তব্যের পক্ষে বহু সদস্য সমর্থন ব্যক্ত করেছেন।

তারা ক্ষিপ্ত হয়ে বলছেন, ‌‘প্রেসিডেন্ট ট্রাম্প কাপুরুষ ও বিশ্বাসঘাতক এবং তারা ট্রাম্পের অনুসারী নন। ’

news24bd.tv / নকিব