খুলনায় তিন আইনজীবীর সদস্য পদ বাতিল

প্রতীকী ছবি

খুলনায় তিন আইনজীবীর সদস্য পদ বাতিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ওকালতনামা ও জামিননামা জালিয়াতির অভিযোগে খুলনায় তিন আইনজীবীর সদস্য পদ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এরা হলেন- এসএম আরিফুর রহমান, জি.এম শাহাদাত হোসেন ও বিউটি আক্তার।

আজ রোববার বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে কারণ দর্শাও এবং সদস্যপদ স্থায়ীভাবে বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশসহ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাল ওকালতনামা ও জামিনামাসহ শুক্রবার রাতে পুলিশ আরিফুর রহমান, জি.এম শাহাদাত হোসেন ও বারের পিয়ন মারুফকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে জাল ওকালতনামা, জামিননামা (বেলবন্ড), বার কাউন্সিল স্টিকার ও জেলা বারের সাধারণ সম্পাদকের সীল জব্দ করা হয়। বিউটি আক্তার পলাতক রয়েছেন। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু বাদি হয়ে ৪ জনকে আসামি করে খুলনা থানায় মামলা দায়ের করেন।

সম্পর্কিত খবর