ভারতের উপহারের ভ্যাকসিন জানুয়ারিতেই প্রয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের উপহারের ভ্যাকসিন জানুয়ারিতেই প্রয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভারত সরকার করোনা প্রতিরোধে বাংলাদেশকে উপহার হিসেবে যে ২০ লাখ ডোজ ভ্যাকসিন দিচ্ছে সেটি জানুয়ারিতেই প্রয়োগ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবারই আসবে ভারত সরকারের দেওয়া টিকা। এক্ষেত্রে আমরা পূর্বনির্ধারিত সময়ের আগেই টিকা প্রয়োগের কথা ভাবছি। ’

আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি শীতনিন্দ্রায় রয়েছে: কাদের

পাসপোর্টের উপ-পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

স্মার্টফোনের নিরাপদ মেসেজিং অ্যাপ

হিমির স্বপ্ন মুহূর্তেই ধুলিস্যাৎ

ভ্যাকসিন প্রয়োগে আমাদের ন্যাশনাল প্ল্যান করা আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন আগে আসলে আগে শুরু করব। তবে, ন্যাশনাল প্ল্যান অনুযায়ীই ভ্যাকসিন প্রয়োগ হবে।

news24bd.tv নাজিম