খুলনা মহানগর পিপির নিয়োগ বাতিল

সুলতানা রহমান শিল্পী

প্রধানমন্ত্রীকে কটুক্তি

খুলনা মহানগর পিপির নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরের (পিপি) পদ হারিয়েছেন সুলতানা রহমান শিল্পী। তিনি খুলনা-২ আসনের সাংসদ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বোন। আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব (জিপি-পিপি শাখা) মো. আবদুল সালাম মন্ডল স্বাক্ষরিত এক চিঠিতে শিল্পীর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। রোববার চিঠিটি খুলনায় পৌঁছায়।

খুলনা জেলা দায়রা জজ আদালতের পিপি কাজী আবু শাহীন বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠির একটি অনুলিপি আমাকে দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ''উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে নির্দেশিত হইয়া জানাচ্ছি যে, খুলনার মহানগর দায়রা জজ আদালতের পিপি সুলতানা রহমান শিল্পীর নিয়োগ আদেশ বাতিলপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। ''

সম্পর্কিত খবর