চলতি বছরের দ্বিতীয় ভাগে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশাবাদ

চলতি বছরের দ্বিতীয় ভাগে রোহিঙ্গা প্রত্যাবাসনের আশাবাদ

Other

চলতি বছরের দ্বিতীয় ভাগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। এ নিয়ে পরবর্তী আলোচনার জন্য ফেব্রয়ারিতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের পাশাপাশি ভারত, জাপান কিংবা অন্য কোন আন্তর্জাতিক সংস্থার অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানাবে বাংলাদেশ। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠক শেষে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। বরং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে রোহিঙ্গারা।

এমন বাস্তবতায় আবারো চীনের মধ্যস্থতায় মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসে তিন দেশ। বৈঠক শেষে চলতি বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে ৮ লাখ ৪০ হাজার রোহিঙ্গার একটি তালিকা দিয়েছে বাংলাদেশ। তালিকা থেকে এ পরযন্ত মাত্র ৪২ হাজার রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার। প্রত্যাবাসন ত্বরান্বিত করতে আগামি মাসেই ফের বৈঠকে বসবে বাংলাদেশ-মিয়ানমার।  

বসুন্ধরা কিংসের জয়রথ ছুটছে

ভাসানচরে এসে রোহিঙ্গাদের ভুল ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১টি পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

মধ্যস্থতা করেও প্রত্যাবাসন শুরুর ব্যাপারে দুইবার ব্যর্থ হয়েছে চীন। এবার আরো দেশ ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহনকে স্বাগত জানাবে বাংলাদেশ।

দেড় ঘণ্টার আলোচনায় রোহিঙ্গাদের ফেরত নেয়া প্রসঙ্গে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমার।

news24bd.tv নাজিম