ইউরোপে ব্যাপক তুষারপাত

ইউরোপে ব্যাপক তুষারপাত

Other

তীব্র তুষার ঝড়ের পর স্পেনের মাদ্রিদ বিপর্যাস্ত। ইউরোপের অন্যান্য দেশগুলোতেও ব্যাপকভাবে তুষারপাত অব্যাহত রয়েছে। শীতপ্রধান দেশ হিসেবে ঠান্ডার তীব্রতা অনেকটাই মানিয়ে নিয়েছে সেখানকার বাসিন্দারা।

এছাড়া রাশিয়াতেও তীব্র তুষারে ঢাকা পড়েছে রাজধানী মস্কোসহ অনেক প্রদেশ।

এছাড়া ভারতেও শীতের প্রকোপ বেড়েছে অনেকখানি। সেইসঙ্গে ভারী কুয়াশায় ঢেকে গেছে দিল্লী সহ অনেক অঞ্চল। যে কারণে ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা।

বসুন্ধরা কিংসের জয়রথ ছুটছে

ভাসানচরে এসে রোহিঙ্গাদের ভুল ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১টি পৌরসভার নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

অন্যদিকে প্রকৃতির বিরুপ প্রভাবে অস্বাভাবিকতা দেখা দিয়েছে পৃথিবীর সর্বোচ্চ গরম অঞ্চল সাহারা মরুভূমিতেও।

  আলজেরিয়ার কাছে সাহারা মরুভূমির আইন সেফরা এলাকায় মাইনাস ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যযন্ত নেমেছে তাপমাত্রা।

যে কারণে বালুর ওপর পাতলা বরফের চাদর পড়ে থাকতে দেখা গেছে। গেলো ৪২ বছরের মধ্যে এই মিলে মাত্র তিনবার এমন দৃশ্য দেখলো সেখানকার বাসিন্দারা।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক