শোক কাটিয়ে সামনে এগোতে চান কমলা হ্যারিস

শোক কাটিয়ে সামনে এগোতে চান কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তাঁদের পরিবার নিয়ে মঙ্গলবার বিকেলে রাজধানীতে পৌঁছেছেন। প্রথম কাজ হিসেবে তাঁরা করোনায় মারা যাওয়া চার লাখের বেশি মানুষকে স্মরণ করেছেন।

লিংকন মেমোরিয়ালে দাঁড়িয়ে জো বাইডেন, জিল বাইডেন, কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডাগলাস এমহফ যুক্তরাষ্ট্রে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের স্মরণ করেন।


১৫২ বছরের ইতিহাসে পূর্বসূরির অনুপস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের শপথ


কমলা হ্যারিসের ভেরিফাইড ফেইসবুকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, "করোনায় হারিয়ে যাওয়া স্বজনদের শ্রদ্ধা জানাতে আমরা সাবই আজ একত্রিত হয়েছি।

একজন দাদা বা দাদি যিনি ছিলেন আমাদের পুরো দুনিয়া। একজন পিতা-মাতা, পার্টনার, ভাইবোন বা বন্ধু যাকে আমরা এখন আর কাছে পাই না। কারণ, করোনার এই ভয়াল থাবায় আমরা তাদের হারিয়ে ফেলেছি। আজ রাতে আমরা সবাই একত্রিত হয়েছি শোক জানাতে ও এই শোক কাটিয়ে উঠতে।

news24bd.tv আয়শা