বিমানবন্দরে খুন-ডাকাতি মামলার প্রধান আসামিসহ আটক ৬

বিমানবন্দরে খুন-ডাকাতি মামলার প্রধান আসামিসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরে খুন ও ডাকাতি মামলার প্রধান আসামিসহ ছয়জনকে আটক করেছে পুলিশের গুলশান বিভাগের গোয়েন্দা টিম। গতকাল রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে তাদের আটক করাা হয়।

আজ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান, ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গত ২৮ ডিসেম্বর ভিকটিম আপন মিয়া ও নজরুল ইসলাম দক্ষিনখান তাদের বাসা থেকে কাওরানবাজারের উদ্দেশ্যে বের হন।

বিমানবন্দর থানার কাওলা থেকে পিকআপভ্যানে কাওরান বাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। এসময় ভ্যানে যাত্রীবেশে বসে থাকা ডাকাতরা ভিকটিমদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ভিকটিমদেরকে চলন্তগাড়ি থেকে ফেলে দেয়। এই ঘটনায় আপন মিয়া মারা যান।  

কে এই হাসান মাহমুদ?

বৃষ্টির কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা বন্ধ

এক পশলা বৃষ্টি, বাড়বে শীতের তীব্রতা

বিমানবন্দর থানায় মামলা হলে গুলশান জোনের গোয়েন্দা টিম ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যা ও ডাকাতির কথা স্বীকার করে।  

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে।

news24bd.tv নাজিম