শেষ মুহূর্তে স্টিভ ব্যাননসহ ৭৩ জনকে ক্ষমা ট্রাম্পের

শেষ মুহূর্তে স্টিভ ব্যাননসহ ৭৩ জনকে ক্ষমা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার আগে মোট ৭৩ জনকে ক্ষমা ও ৭০ জনের সাজা কমিয়ে দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যে সাবেক প্রধান কৌশলী স্টিভ ব্যাননও রয়েছেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানা যায়।

রাজনৈতিক প্রকল্পে জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল ব্যাননের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। রাজনৈতিক জ্ঞানের তীক্ষ্ণতার জন্য তার পরিচিতি রয়েছে।

অনেক ভাবনা-চিন্তার পর ব্যাননকে ক্ষমা করেছেন বলে ঘনিষ্ঠদের জানিয়েছেন ট্রাম্প।


কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া বাকি ১৪টি চিনিকলই লোকসানে: শিল্পমন্ত্রী

বেকারত্ব সহ্য করতে না পেরে কিডনি বিক্রির আবেদন


কংগ্রেস ভবনে দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন ট্রাম্প।

প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সিনেটেও তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

যদি দোষী সাব্যস্ত হন, তবে ভবিষ্যতে কোনো নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

news24bd.tv / নকিব