ইন্দোনেশিয়ায় মাস্ক না পরায় পুশ-আপ দিতে হল বিদেশিকে

ইন্দোনেশিয়ায় মাস্ক না পরায় পুশ-আপ দিতে হল বিদেশিকে

অনলাইন ডেস্ক

মাস্ক না পরে বের হওয়ায় ৫০টি পুশ-আপ দিতে হল এক বিদেশীকে। ইন্দোনেশিয়ার বালিতে রিসোর্ট আইল্যান্ডে এ ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে প্রচন্ড গরমে টিশার্ট ও শর্টস পরিহিত এক বিদেশী নাগরিককে রাস্তার পাশেই পুশ-আপ দিতে দেখা যায়। পাশেই একজন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দাঁড়িয়ে ছিলো।

গত বছর কোভিড-১৯ মহামারীর শুরুতেই বালি কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করে।

তবে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিদেশি নাগরিককে বেড়াতে এসে মাস্ক ছাড়াই ঘুরতে দেখা যায়। আইন ভঙ্গের দায়ে সবাইকে জরিমানা করা হয়।


বেকারত্ব সহ্য করতে না পেরে কিডনি বিক্রির আবেদন

কেরু অ্যান্ড কোম্পানি ছাড়া বাকি ১৪টি চিনিকলই লোকসানে: শিল্পমন্ত্রী


এর মধ্যে প্রায় ৭০ জন প্রায় ১ লক্ষ ইন্দোনেশিয়ান রুপি (প্রায় ৬০০ টাকা) জরিমানা দিলেও ৩০ জন জানায় তাদের কাছে কোন নগদ অর্থ নেই।

তারপর বিকল্প পদ্ধতিতে তাদেরকে পুশ-আপ দিতে বলা হয়।

যাদের কাছে মাস্ক ছিলো না তাদেরকে ৫০টি ও যারা সঠিক ভাবে মাস্ক পরে নি তাদেরকে শাস্তি হিসেবে ১৫টি পুশ-আপ দিতে হয়।

news24bd.tv / নকিব