যেভাবে পারফর্ম করেছি, আমি খুশি: সাকিব

যেভাবে পারফর্ম করেছি, আমি খুশি: সাকিব

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই প্রতিপক্ষকে আবারো ধরাশায়ী করলেন বাংলাদেশের ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসান। তার বোলিং তোপে পড়ে মাত্র ১২২ রানে গুটিয়ে গেছে সফরকারীরা।  

আজকের ম্যাচে ৭ ওভার বল করেছেন তিনি। এর মধ্যে দুইটি মেইডেন রয়েছে।

আর রান দিয়েছেন মাত্র ৮। উইকেট নিয়েছেন চারটি।  

আইসিসির এক বছরের নিষেষাজ্ঞা ও করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার কারণে দীর্ঘ ১৬ মাস পর খেলতে নেমে প্রায় একা হাতেই ক্যারিবীয়দের গুঁড়িয়ে দেন সাকিব। বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য মাত্র ১২৩ রানের।

 

আজ সকাল সাড়ে ১১টায় শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টি স্পোর্টস, নাগরিক টিভি ও বিটিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

ইনিংস বিরতিতে সাকিব জানিয়েছেন, এতোদিন পর ফেরাটা কঠিন হলেও নিজের পারফরম্যান্সে তিনি খুশি।

কে এই হাসান মাহমুদ?

ব্রডকাস্টারদের সঙ্গে প্রথম ইনিংসের বিষয়ে কথা বলার সময় সাকিব বলেন, ভালো লাগছে। ১৬-১৭ মাস পর খেলাটা সহজ নয়। তবে যেভাবে পারফর্ম করেছি, আমি খুশি। বিষয়টা হলো, আমরা ১০ মাস কিছুই খেলিনি। তাই সবাই খেলার জন্য মুখিয়ে ছিলো। শুরুতে সবার মধ্যেই নার্ভাসনেস ছিলো, একইসঙ্গে উত্তেজনাও কাজ করেছে।

বোলিংয়ে সাফল্যের পেছনে সহজ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরো বলেন, আমার পরিকল্পনা ছিলো যে সবকিছু যতো সহজ রাখা যায়, যত ভালো জায়গায় বোলিং করা যায় এবং বাকিটা উইকেটের (পিচ) হাতে ছেড়ে দেয়া।

news24bd.tv নাজিম