বড়াইগ্রামে ভেজাল ওষুধ কারখানায় অভিযান

বড়াইগ্রামে ভেজাল ওষুধ কারখানায় অভিযান

Other

নাটোরের বড়াইগ্রামে অবৈধভাবে ক্ষতিকারক ঔষধ প্রস্তুত সংরক্ষরণ ও বিক্রয় করার অপরাধে ৩ জনকে ২ বছর করে কারাদণ্ড এবং চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে গড়মাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কারাদন্ড ও জরিমানা করেন নাটোর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান।

র‌্যাব জানায়, বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় অবৈধভাবে ক্ষতিকারক ও যৌন উত্তেজক ওষুধ প্রস্তুত, সংরক্ষরণ ও বিক্রয় করে আসছিল জেনী আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ।

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে অ্যাকশন ছবিতে দীপিকা

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে গড়মাটি বাজার এলাকায় জেনী আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ কোম্পানীতে অভিযান চালায় র‌্যাব।

এসময় অবৈধভাবে ক্ষতিকারক ও যৌন উত্তেজক ওষুধ প্রস্তুত করায় তিনজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান মমতাজ পারভিন ও সুরাইয়া তানজিমকে দুই বছর করে কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমনা এবং খাইরুল ইসলামকে ১৫ পনের দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে
জব্দকৃত উপকরন ধ্বংস করা হয়।

এসময় নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.
রাজেস কুমার সাহা, ও ড্রাগ সুপার মাখনুন তাবাসছুম উপস্থিত ছিলেন।

news24bd.tv তৌহিদ